sentence1
stringlengths 1
255
| label
stringclasses 4
values |
---|---|
আল্লাহ তাআলা আপনার লেখায় রহমত দান করুক। | positive |
লেখকের সেন্স অফ হিউমার এই বইয়ের অন্যতম আকর্ষণ বলা চলে। তাছাড়া সহজ সরল ভাষার বর্ণনা এই বইটিকে বেশ উপভোগ্য করে তুলেছে। বইটিতে লন্ডনের বেশ কিছু চিত্র সংযুক্ত করা হয়েছে। এই বিষয়টা খুবই ভালো লেগেছে।লেখক তার স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়িয়েছেন লন্ডন শহরের আনাচে কা | positive |
এক কথায় দারুণ৷ সহজ ভাবে উপস্থাপন৷ | positive |
এই বইটি শিক্ষার্থী, শিক্ষাবিদ এবং বিমান চলাচলের উত্সাহীদের জন্য একটি দুর্দান্ত উত্স।এই বইটি পর্যালোচনা করার সময়, মূল মানদণ্ডে বিষয়বস্তু, সংস্থা এবং রেফারেন্স উত্স অন্তর্ভুক্ত ছিল।ত্রুটিগুলি সম্পাদনা করার সময় এবং সাংগঠনিক অসম্পূর্ণতাগুলি পরবর্তী কয়েকটি | neutral |
বই: নীল জোছনার জীবন লেখক: মোশতাক আহমেদ মোশতাক আহমেদ অসাধারণ একজন লেখক। তার অসংখ্য বই রয়েছে। লেখক হিসেবে তাকে সফলই বলা যায়। তিনি সায়েন্স ফিকশন,প্যারাসাইকোলজি,গোয়েন্দা ,সামাজিক,ভ্রমণ,কিশোর উপন্যাস,ভৌতিক উপন্যাস এরকম বিভিন্ন বিষয়ের উপর বই লিখেছেন। নীল জোছনার | positive |
গাজী সালাহউদ্দীন সেই অসামান্য সেনাপতি, অজস্র কুটিল ষড়যন্ত্র, ভয়াবহ সংঘাত আর রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য থেকে যিনি ছিনিয়ে এনেছিলেন বিজয়।খ্রিস্টানরা চাচ্ছিল দুনিয়ার বুক থেকে ইসলামের নাম নিশানা মুছে দিতে, তাদের সহযোগিতা করছিল ক্ষমতালোভী, বিলাসপ্রিয় মুসলিম আমীর ও | positive |
পাঠ্য বই পড়ার বিকল্প নেই | neutral |
সেরা | positive |
অপরুপা জুডি, যে কিনা পরে আবিষ্কৃত হয় পুলিশ অফিসার হিসেবে, রানার সাথে ভালোই জমে উঠেছিলো জুটি । দানব রিক আর ময়নিহান দুজন মিলে যে ত্রাসের রাজত্ব গড়ে তুলেছিলো লিটল ফোর্কে তার বর্ননা বিস্তারিতই উঠে এসেছে প্রতিটি পাতায় । নিনার ক্যারেক্টার আমার কাছে শেষ অবদি ধোঁ | positive |
‘গুড প্যারেন্টিং:সন্তান প্রতিপালনে সফল হওয়ার উপায়’ বইটি কেন পড়বেন?অর্থমূল্য আছে এমন সহায়-সম্পদের সুরক্ষায় আমরা সচেতনভাবে কেউই চেষ্টার ত্রুটি করি না। জগৎ-সংসারে কষ্টের ধন খোয়া গেলে তা আবারও ফিরে পাওয়ার অসংখ্য উদাহরণ আছে। ব্যতিক্রম শুধু মানব সন্তানের বেড়ে ও | positive |
গুরুত্বপূর্ণ বই। | positive |
সুন্দর বইতবে বইটিতে কেবল গণিত রয়েছে কোনও বোর্ড প্রশ্ন বা পরামর্শ নেই | positive |
ঘেটুপুত্র কমলা ছবির শুটিং লোকেশন খুঁজতে লেখক সুনামগঞ্জের একটা জায়গায় যাচ্ছিলেন। সুনামগঞ্জ থেকে লঞ্চে করে যেতে হয়। যাত্রাপথে তার লঞ্চ ঝড়ের সম্মুখীন হয়।প্রচন্ড বাতাসে লঞ্চের অবস্থা খুব খারাপ। এখন ডুবে তখন ডুবে অবস্থা। এই অভিজ্ঞতার আলোকেই তিনি "হিমুর আছে জল" | positive |
আশ্চর্যজনক গল্প।এটা পছন্দ। | positive |
এটি একটি খুব সহায়ক এবং সহজ বই। | positive |
আলহুমডুলিল্লাহ !! কোনও ত্রুটি নেই..এই প্রত্যাশিত ❤ | positive |
হেল্পফুল।ঠিক সময়মত পাইছি | positive |
যারা তাদের ভিতরে বিশ্বের আরও ভাল পরিবর্তন করতে চান তাদের আমি সুপারিশ করব।আমি এই স্বনির্ভর বইটি পছন্দ করি ♥ | positive |
সুন্দর অনুবাদ | positive |
খুব ভালো | positive |
খুব জ্ঞানী | positive |
ভাল | positive |
বিবিসি জানালা অনুষ্ঠান সেই ছোটকাল থেকে দেখে আসছি। সাধারণত কথোপকথন এর মাধ্যমে ইংরেজি শেখানো হয়। তবে বিবিসি জানালার যে বইও রয়েছে তা আগে জানতাম না। আমি বিবিসি জানালা অনুষ্ঠানটি দেখে খুবই উপকৃত হয়েছি। যা হোক তবে এই বইটি আমি অবশ্যই কিনে পড়ব। আমার খুব প্রিয় এক | positive |
ডাঃ এনায়েতুল্লাহ আব্বাসির প্রস্তাবিত দুর্দান্ত তাফসির বই।এই জাতীয় ট্রেজারি এবং প্রম্পট ডেলিভারি রাখার জন্য আপনাকে রোকোমারি ধন্যবাদ। | positive |
এটি দুর্দান্ত উপন্যাস | positive |
ভাল | positive |
অসাধারণ সব বই | positive |
এই ভাল | positive |
দুনিয়াবি সমস্ত যন্ত্রণার সমাধান আল কুরআনে আল্লাহ তায়ালা দিয়ে দিয়েছেন, আরিফ আজাদ ভাই সেগুলোকে সাধারন মানুষের সামনে এতো সুন্দরভাবে উপস্থাপন করেন যেন এক আলাদা রাজ্যে হারিয়ে যাই। সেখানে যেন কোনো কষ্ট নেই, নেই কোনো দুঃখ। আমার মতো অনেকেরই দ্বীনে ফিরে আসার জন্য | positive |
07/10।আসালামুয়ালাইকুম। | neutral |
এই বইটি শিক্ষানবিশদের পক্ষে যথেষ্ট ভাল | positive |
“বরফ গলা নদী” মূলত একটি সামাজিক উপন্যাস। অর্থনৈতিক দোলাচলের মধ্যে চলতে থাকা এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের দিনাতিপাত এবং একটি দুঃঘটনার ফলস্বরূপ অভ্যস্ত জীবনস্রোতে আমুল পরিবর্তন গল্পটির মূলভিত্তি। বেকারত্বের জ্বালা এবং চাকুরেদের ক্ষেত্রে যোগ্য চাকরির অভাব ফুট | positive |
ভাল | positive |
বইটি নিয়ে দুর্দান্ত অভিজ্ঞতা ছিল | positive |
মাইক্রোসফ্ট এক্সেল বোঝার জন্য একটি দুর্দান্ত বই। | positive |
অনুবাদ ভালো না | negative |
ভাল | positive |
সুন্দর বইভাল অনুবাদ মান। | positive |
থ্রীলার গল্প বা উপন্যাস আমার সবসময়ই প্রিয়। থ্রীলার পাঠক হিসেবে এই সিরিজটি আমাকে নিরাশ করে নি। একজন মানুষ ২৪ ঘন্টার মাঝে শুধু মাত্র ১ ঘন্টা জেগে থাকে আর তার জীবনেই ঘটে যায় নানা ঘটনা। সেই ১ ঘন্টা জেগে থেকে সে কি নিপুন ভাবে রহস্য গুলো সমাধান করে তা লেখক দারু | positive |
অতি সুন্দর | positive |
প্রথমমেই কৃতজ্ঞতা স্বীকার করছি লেখককে এই রকম অকল্পনীয় একটা সাহিত্য রচনার জন্য। আমি ভাষায় প্রকাশ করতে পারব না বইটা আমার পড়ে কেমন লেগেছে! লেখক নাজিম উদ দৌলার বইগুলোর মধ্যে এটা আমার পড়া ২য় বই। এর আগে যেটা পড়েছিলাম, সেটা হলো ব্রিজরক্ষক। ব্লাডস্টোন বইটাতে যে স | positive |
ভাল | positive |
আজকে পড়া শেষ করলাম... | positive |
বইটি সুখপাঠ্য এবং পাশাপাশি সহজে জেনেটিক্সের কঠিন ব্যাপারগুলো সহজে অনুভব করা যায়। যারা বিজ্ঞান বিভাগে পড়াশুনা করছ ইন্টার ২য় বর্ষে মেন্ডেলর সূত্রগুলো সহজে বোঝার জন্য বইগুলো (১ম, ২য় খন্ড) পড়া উচিত। | positive |
বাজারের অনেক বইগুলোই স্থানীয় লাইব্রেরীতে পাই নাই, অবশেষে রকমারির মাধ্যমে অর্ডার করে হাতে পেয়েছি | positive |
হিমু আমার খুব পছন্দের একটা চরিত্র । বইটা আরো একবার লোকডাউনের ভিতর পড়ে শেষ করলাম । হুমায়ুন আহমেদ স্যার আজও আমাদের মাঝে বেঁচে আছেন,আর থাকবেন ও তার বইগুলার মাধ্যমে । বই এর প্রিন্টিং কোয়ালিটি এবং কাগজ খুবই ভালো । | positive |
শিক্ষানবিশদের জন্য অবশ্যই পড়তে হবে | positive |
সুন্দর বই | positive |
রকমারির এতো অভাব পরছে যে শেষ পর্যন্ত একটা বাটপারের বইও বিক্রি শুরু করছে 😀😀😀😀সে নিজেই মার্কেটপ্লেসে নাই, নিজেই কাজ কাম পাই না সে আবার ফ্রীলাঞ্চিং শেখাবে 😃😃😃😃 অনেক অনেক মজার একটা গল্প ।rokomari.com কে বলব আপনারা মানুষের মনে একটা জাইগা করে নিছেন এই জাইগা টা | negative |
সেরা লেখক। প্রত্যেকে লোকেরা এই বইটি পড়ে ইসলাম জানতে পারে | positive |
খুবই ভালো কোয়ালিটির পেয়েছি। তবে দামের তুলনায় বইয়ের সাইজ কম। যাইহোক রকমারি তে যা খুজি পেয়ে যাচ্ছি এই যা | positive |
দুর্দান্ত বই .... | positive |
শেখ মুজিবুর রহমানের রাজত্বের বিচার করা এটি একটি ভাল বই। | positive |
গুড | positive |
আমি বইমেলা থেকে বইটা কেনার পর মনে হয়েছে এই বছরের সেরা একটা বই কিনলাম, তারপর যখন পুরোটা বই পড়লাম অসাধারণ একটা ভালো লাগা কাজ করেছে। এক বসায় পুরো বইটা পড়ে ফেলেছি। পাঠকের কাছে অনুরোধ রইলো বইটা কেনার জন্য। আমি মনে করি আপনি অসাধারণ একটা বই পড়ার মজা পাবেন। | positive |
ভাল | positive |
আখলাক তথা স্বভাব বা চরিত্র বা ব্যবহার একটি মানবীয় গুণ। প্রতিটি বস্তুর যেমন ভালো মন্দ থাকে ঠিক তেমনি মানব চরিত্রের ও ভালো মন্দ দিক বিদ্যমান। মুসলিম হিসেবে আমাদের উচিত ভালো চরিত্রে গুণান্বিত হওয়া এবং মন্দ সর্বদাই পরিতাজ্য। শিশুরা অনুকরণপ্রিয়। ছোট থেকে তারা | positive |
কিছু বুজতাছিনা স্যারের গল্পে ডিসটোপিয়ান ভাব বেশি ভালনা 👎👎 | negative |
রহস্যময় ব্ল্যাক হোল' জাফর ইকবাল স্যারের লেখা বিজ্ঞান বিষয়ক চমৎকার একটি বই। বইটিতে তিনি ব্ল্যাকহোলের মত বিচিত্র বিষয়কে সহজ ও সুন্দরভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন। ব্ল্যাকহোলের আদ্যোপান্ত তিনি এই বইটিতে ব্যাখ্যা করেছেন। তিনি কোথাও জটিলতা রাখেন নি। এক কথায় খু | positive |
ফেলুদা আমার কাছে সবসময় ফেলুদাই, শার্লক হোমস এর মতো না চুলচেঁড়া বিশ্লেষনে পারদর্শি না হলেও ফেলুদার মধ্যে কিছু একটা আছে যা মাস্টারপিস শার্লক হোমসেও নেই, সেটা ঠিক কি তা নির্দিষ্ট করে বলতে না পারলেও আমার মতো যারা ফেলুদা পড়তে পড়তে নিজেকে "তোপশে" ওরফে "ফেলুদার | positive |
আলহামদু লিল্লাহ অনেক ভালো বইটি প্রতিদিনের দুআর জন্য। | positive |
অপেক্ষা ১ এর মতো অপেক্ষা ২ ও আমার কাছে অনেক ভালো লেগেছে। | positive |
বইটি যত পড়ছি তত মজা পাচ্ছি৷ কারণ উপস্থাপনা টা অস্থির৷ | positive |
দুনিয়াতে ট্যালেন্ট বলতে কিছু নেই। পরিশ্রমী পোলাপান দিনের-পর-দিন সাধনা করে যে দক্ষতা, যে জ্ঞান অর্জন করে, আইলসা পোলাপান সেটাকেই ট্যালেন্ট বলে। Only পরিশ্রম is real.Hard work beats talent when talent doesn’t work hard. _Tim Notkeযে পড়ালেখার জন্য আজকে ১ ঘন | positive |
মুক্তিযুদ্ধ নিয়ে রচিত অন্যতম সেরা কিশোর উপন্যাস বলা যেতে পারে হুমায়ূন আহমেদ রচিত "সূর্যের দিন" উপন্যাসকে । বইয়ের প্রারম্ভিক কাহিনী পাঠককে এক নিঃশ্বাসে বইটি শেষ করতে বাধ্য করবে । মুক্তিযুদ্ধ আমাদের কিশোর সমাজ যে উত্তেজনাকর অভিঙ্গতার মুখোমুখি হয়েছিল তা এই | positive |
যে বই পড়লে মানুষ কিছু শিখতে পারে,জানতে পারে এবং নিজের জীবনে তার প্রয়োগ করতে পারে সেই বইটি হচ্ছে আসল বই। যেটি মানুষকে বাস্তবিক করে তুলে, নিজেকে জানতে শিখায়। এই বইটি আমার খুবই ভালো লেগেছে। আমি মনেকরি বইটি সবার পড়া উচিত। বইটি পড়ে মানুষ নতুন কিছু জানতে পারবে। | positive |
আলহামদুলিল্লাহ বইটি পড়ে আমার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। আমি যেন এই পরিবর্তনটা ধরে রাখতে পারি ইনশাল্লাহ। | positive |
khub sundor babe bujanu hoese. amar 40 years life a ai babe babi ni kunu ramadan er bepare .jodi chakri namok jibika na takhto taile boi er bab ta kisu holeo ebadote anar chesta kortam .je job paise mobile banking a mone hoina siam rakhte perbo ai ramadan | positive |
সুন্দর একটি বই। ভালো লেগেছে ❤️ | positive |
জটিল সংখ্যার প্রতিটি বিষয় খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে বইটিতে।অপ্রথাগত সমাধানের অধ্যায়টি এইচএসসি পরীক্ষার্থীদের বেশ কাজে আসবে।ত্রিকোণমিতি,স্থিতিবিদ্যার সাথে জটিল সংখ্যার সম্পর্কের বিষয়টি গণিতপ্রেম জাগিয়ে তুলতে পটু।যে কেউ জটিল সংখ্যার সুস্পষ্ট ধারণা পেতে | positive |
মূল পণ্য | positive |
এত সুন্দর সুন্দর বই লেখার জন্য আপনাকে ধন্যবাদ | positive |
সকল বিপ্লবের, সকল বিজয়ের, সকল বিদ্রোহের মূলে কারা ছিলো জানেন? যুবকেরা...ইসলামকে গ্রহণ, মনেপ্রাণে ধারণ, ইসলামের প্রচার ও প্রসার এবং ইসলামের জন্য সর্বপ্রথম কারা জান বিসর্জন দিয়েছেন জানেন? উম্মাহর যুবকেরা...যুগে যুগে হক ও বাতিলের দ্বন্দ্বে হককে বিজয়ী করেছে য | positive |
দুর্দান্ত বই | positive |
সুন্দর বই | positive |
অসাধারণ আশা করি সবাই পড়বেন। অনেক কিছু জানতে পারবেন এবং ঈমান ও আমাল আরো বাড়াতে পারবেন ইনশাআল্লাহ | positive |
আপনার সম্পূর্ণ মুসলিম হওয়ার জন্য কেবল একটি ইসলামী নামই যথেষ্ট নয়।আপনাকে সর্বদা নবী মুহাম্মদ (পিবুহ) এর দুয়া এবং প্রার্থনা অনুশীলন করতে হবে।কেন এই বইটি পড়ে শুরু করবেন না!আশা করি আপনি এটি পছন্দ করবেন (পরে আমাকে ধন্যবাদ দিন এবং অন্যকে বইটি কিনতে বলুন)। | positive |
আলহামদুলিল্লাহ, বইটি পড়ে অনেক কিছু জানতে পেয়েছি। আসলে আগে সে রকম বই পড়া হয়ে উঠত না কিন্তু এই বইটি পড়ার পর থেকে এখন বই পড়ার প্রতি একটা আগ্রহ জন্মেছে নিজের মধ্যে। ধন্যবাদ আরিফ আজাদ স্যার এতো সুন্দর একটা বই লিখার জন্য। | positive |
এই বইটি একটি গুরুত্বপূর্ণ বই।।হাদিস এবং কুরআনের আলোকে এই বইটি লিখা হয়েছে।তাই সবাইকে এই বইটি পড়ার অনুরোধ রইলো। | positive |
ভালো বই। | positive |
কাহিনী সংক্ষেপঃ রোগটির নাম হেনরি বিনস, ৩৪ বছরের যুবক হেনরি বিনসের নামানুসারেই করা হয়েছে এই রোগের নামকরণ; কারণ পুরো পৃথিবীতে এই রোগের মাত্র তিনজন রোগীর মধ্যে সেই প্রথম আলিঙ্গন করেছে এই অসুখটিকে। তবে ডাক্তারদের মতে ভাষায় এটা কোন রোগ নয়, জাস্ট একটা মেডিকেল ক | positive |
এটা সত্যিই আশ্চর্যজনক | positive |
বইটা আসলেই অনেক কাজের। অনেক কিছু জানতে পারবেন। আপনার চিন্তার ধারা আরও একটু হালনাগাদ হবে। এটা নিশ্চিত। অনেক ভালো বই। | positive |
‘বিক্রয় ও জনসংযোগ : প্রতিনিধি হবেন কীভাবে’ ডেল কার্নেগী এর লেখা অসাধারন একটি বই । ডেল কার্নেগী এর জন্ম: নভেম্বর ২৪, ১৮৮৮ সালে । তিনি ছিলেন একজন আমেরিকান লেখক, অধ্যাপক, ও একাধারে বিখ্যাত আত্বমোন্নয়নমূলক প্রশিক্ষণমালা যেমন: সেফ-ইম্প্রুভমেন্ট, সেল্সম্যানশ | positive |
আমার পড়া হাজারো বইয়ের মধ্যে অন্যতম একটা বই। | positive |
বস সবসময় বস | positive |
গ্র্যাজুয়েশনের শুরু থেকে বিসিএসের প্রিপারেশন নিয়ে কখনো আমি ভাবিনি, এরপর যখন গ্রাজুয়েশন কমপ্লিট করে বিসিএস এর এর ব্যাপারে একটা সঠিক গাইডেন্সের খোঁজ করলাম তখন আমি দ্যা ক্যাডার বইটা হাতে পাই। এত স্বল্প পরিসরে বিসিএসের ব্যাপারে এত গোছানো এবং নির্ভরযোগ্য গাইড | positive |
এ-ই সাইটটি অনেক ছাত্র ছাত্রী বিভিন্ন পেশার মানষের শিক্ষা গ্রহণ করার জন্য বিভিন্ন রকমের বই পাবেন যদি প্রকাশিত হয়ে থাকে।বই গুলো। | positive |
বই পড়েও যে ভ্রমণের এত গভীর স্বাদ পাওয়া যায়...জাপান কাহিনি না পড়লে বুঝতেই পারতাম না...লেখকের জন্য অনেক অনেক দোয়া.. | positive |
অসাধারন বই | positive |
বইটির অনুবাদে যথেষ্ট ভুল এবং নানান কঠিন শব্দ ব্যাবহার করা হয়েছে | negative |
মজার একটা সমস্যায় আমরা সবাই পরে থাকি যে কার সাথে অনুশীলন করো Spoken English! আমি নিজেও এই সমস্যা নিয়ে কত দিন যে কাটিয়ে দিলাম, তার হিসেব নেই৷ পরে একদিন ফেসবুক স্ক্রল করতে করতে পেয়ে গেলাম একটা লিংক, ঘরে বসে স্পোকেন ইংরেজি কোর্সের লিংক! ও-ই দিনই কিনে ফেললাম | positive |
যারা হানাফী মাযহাবের নামাজ নিয়ে সন্দেহ করেন তাদের জন্য এই বইটা পড়া খুব জরুরি। | positive |
সত্য গল্পের সাথে আপনার মনোযোগ আকর্ষণ করার জন্য নাটকীয় উপায় সহ তথ্যমূলক | positive |
বই হোক সবার সঙ্গী | positive |
মাষ্টারপিস!❤ | positive |
বইয়ের আলোচ্য বিষয়ঃ
কুররাতু আইয়ুন বইয়ে লেখক ইসলামী জীবন ব্যবস্থার নানা দিক নিয়ে আলোচনা করেছেন। তন্মধ্যে পরিবারে দাওয়াহ, বিয়ে বরফ গলবেই, আঁতুড়ঘর, মানবশিল্প, সন্তানের তারবিয়াহ ও শিক্ষা, ইসলামবিদ্বেষী নাস্তিক্যবাদ, অর্থময় জীবন, উপেক্ষার উপাখ্যান (একটি পরীক্ষা | positive |
সুন্দর | positive |
দুর্দান্ত বই। আমি পরবর্তী অংশটি অর্ডার করার জন্য অপেক্ষা করছি | positive |
দুর্দান্ত বই !!!!! | positive |