sentence1
stringlengths 1
255
| label
stringclasses 4
values |
---|---|
অবশেষে মনের মত একখানা বই পেলাম। ধন্যবাদ নাহিদ ভাইকে | positive |
নজরুল ইসলাম ভালো লেখক বইটা প্রায় ৭০% পড়ে বুঝলাম। আমি এর আগেও অস্পৃস্যতা বইটা পরেছি। তবে এটা বরিং মনে হল সেটার তুলনায় কারন নরওয়েজ মোস্তফার মত লেখকের, ঘুরে ফিরে গাড়ি দিয়ে এত জাগা যাবার মানে হয় না। আরেকটা বিষয় তিলোত্তমা হতা কেস। কারন নরয়েজ মোস্তফা এসেছিলেন | neutral |
একটি দুর্দান্ত থ্রিলার। | positive |
ভাল | positive |
ব্যসিকের জন্য বইটি যথেষ্ট সহযোগী | positive |
ভালো | positive |
এটি কোন বই নয় না এটি কোন উপন্যাস হতে পারে না। দিন শেষ প্রত্যেকটি মানুষ ঐ একা চাঁদটির মতোই একা। লেখকের ভাষায় "যে গল্প মিথ্যেও নয় আবার সত্যও নয়। আসলেই গল্পটি সত্য মিথ্যের মাঝে স্থান করে। বাবা ছাড়া একটি পরিবার এবং পরিবারের বড় মেয়ের কষ্ট করে সংসার চালানো সাথ | positive |
দুর্দান্ত | positive |
বাংলা ভাষায় সবচেয়ে বিশুদ্ধ সিরাত গন্থ | positive |
এরিক মারিয়া রেমার্কের আরেকটি বিখ্যাত উপন্যাস।সাথে অনুবাদক মাসুদ মাহমুদের ও দারুণ একটি অনুবাদ।রেমার্কের আরেকটি বই "দ্য রোড ব্যাক" এর ও অসাধারন অনুবাদ করেছেন এই অনুবাদক। বাংলায় "থ্রি কমরেডস" বইটির যতগুলো অনুবাদ আছে,তার মাঝে সেবার এই অনুবাদটি সবার সেরা নি | positive |
শিশু-কিশোরদের জন্য দারুণ বই | positive |
শুভ কামনা | positive |
উত্তম | negative |
বাংলা অর্থ গুলো করার দিকে আরও সচেতন হতে হবে।
অনেক জায়গায় বানান ভুল।এক জায়গায় শান্তির স্থানে শাস্তি উঠেছে প্রিন্টিং এ।বেশ কিছু জায়গায় পূর্নাঙ্গ বাক্য সঠিক বাংলা অর্থে লিখা নেই।
কিছু শব্দ ডাবল চলে এসেছে।
এগুলো পরবর্তী সংস্করণে অবশ্যই ঠিক করতে হবে। | neutral |
অতিরিক্ত সবই খারাপশুনি প্রবাদ বাক্য।অতি বুদ্ধির গলায় দড়িআছে প্রমাণ সাক্ষ্য।অতিভক্তি চোরের লক্ষণঅতিবৃষ্টি কাল।অতিরঞ্জন অনেক ক্ষেত্রেবাধায় গোলমাল। | positive |
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর পরিণীতা বইটা পরার ইচ্ছাটা বেশি হল মুভিটা দেখার পর।...কিন্তু মুভি ও বই এর মধ্যে অনেক কিছুই পার্থক্য আছে।বিংশ শতাব্দীর প্রথম দিকে কলকাতার পটভূমিতে রচিত হয়েছে উপন্যাসটিইএখানে ললিতা আসলে এক ১৩ বছর বয়সী মেয়ে।এবং শেখর ও গিরিন ২৪ বছর | positive |
🟢প্রারম্ভিকা: মুক্তি! বহুল আকাঙ্ক্ষিত শব্দ। আমরা দুনিয়াবি ফিতনা ও পরকালে জাহান্নাম থেকে মুক্তি চাই। কিন্তু দুঃখের বিষয় যে অধিকাংশেরই মুক্তির পথ ও পাথেয় সম্পর্কে ধারনা নেই ।কেমন হয় যদি মহিমান্বিত কুরআানের একটি সূরার আলোকে এ সম্পর্কে ধারনা পাওয়া যায় ? এই গু | positive |
স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের কিছু যুবকের কাহিনী, যাদের কেউ চাকরি-ব্যবসা কিছুই করে উঠতে পারছে না, আবার কেউ কেউ হঠাৎ ফুলে ফেঁপে উঠলো। কবিতা লেখা রফিকের সাংবাদিকের চাকরি চলে গেলে সে মদ খায় নাজিরের পয়সায়। ছা-পোষা সংসারের কেয়ার জন্য লাখপতি নাজিরের ভীষণ প্রেম। | positive |
ভালো ছিলো..সহজ ভাষা | positive |
ক্ষুধাবৃত্তান্ত সৈয়দ শামসুল হকের এক অনবদ্য সৃষ্টি। জানিনা এইধরনের উপন্যাসকে কি বলে, তবে এই ধারাটা আমার দারুন লেগেছে। কপিলের নানান ধরনের ক্ষুধা, আমার কাছে মনে হয়েছে কপিল এখানে মেটাফর। মংগা এলাকায় ক্ষুধার, কামের, জয়ের আরো হয়ত যা এখন বাদ পড়ে গেছে তার মেটাফর | positive |
রেফারেন্স ছাড়াই একটি খুব বন্ধুত্বপূর্ণ লিখিত বই।আমি এখানে বিচার করার জন্য নেই কারণ এটি কোনও অধ্যাপক লিখেছেন।আমি বলব এটি সন্ত্রাস কমিউনিজম বোঝার জন্য একটি ভাল বই।ভালভাবে লিখিত. | positive |
তথ্যপূর্ণ. | positive |
আমারতো সেই জবান'ই নেইতোমারই নাম জপতে পারি।।তোমারই নাম কত যে মহানপ্রশংসা তোমারই রয়েছে জারি।। | positive |
ভবন নির্মাণের ক্ষেত্রে অনবদ্য একটি প্রকাশন। সরকারি নিয়মকানুন মেনে ভবন নির্মাণ করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বইগুলো মূল প্রিন্ট বলে মনে হয় না; ফটোকপি। মূল প্রিন্ট হলে আরও ভালো হত। ভবিষ্যতে মূল প্রিন্ট সুলভ করার জন্য অনুরোধ রইল। | positive |
সেরা মাসনুন দোয়া/জিকিরের গাইডলাইন। | positive |
অনেক ভাল একটি বই। নতুন কিছু জানতে পারলাম। বিশেষকরে মানি ম্যানেজমেন্টের ও ইনভেস্তের বিষয় গুলো নতুন ডায়মেনশানে শিখলাম। অসাধারন!! | positive |
অনেক মজার বইটা | positive |
নিবিড় ভাইয়ার লেখা সবসময়ই খুব ভাল লাগে,শিক্ষনীয় অনেক বিষয় থাকে।দিগন্তগামী ফিনিক্স উপন্যাসটিতে অসংখ্য শিক্ষনীয় বিষয় এবং গুরত্বপূর্ণ ম্যাসেজ রয়েছে।চরিত্র সাজানোর ব্যাপারটা খুব ভাল লেগেছে।এতোগুলো চরিত্র অথচ প্রত্যেকটা চরিত্র মনে গেথে গেছে।আমার জীবনে আমি খুব ক | positive |
ক্রীতদাসের হাসি এটি বিখ্যাত উপন্যাসিক শওকত ওসমানের একটি সফল উপন্যাস | positive |
রবীন্দ্রনাথ সাহিত্যের সকল শাখাতেই পদচারণা করেছিলেন - এ তো জানা কথা। কিন্তু সাধারণে অজানা হলো তিনি বিজ্ঞানের বইও লিখেছিলেন৷ না, খেলো বই নয়। পিওর সায়েন্সের বই৷ বাংলায় বিজ্ঞানচর্চার জন্য বিজ্ঞানের কঠিন নামগুলোর বাংলা শব্দও অন্বেষণ করেছেন, চেষ্টা করেছেন শিশু- | positive |
ভাই আপনি এত ব্যস্ততার মাঝে একটা বই লিখেছেন তাই আপনাকে অনেক ধন্যবাদ। | positive |
বন্ধ কর | positive |
ধন্যবাদ | positive |
আমি এই বইটি কিনে খুব ভাগ্যবান।এছাড়াও আমি এই বই থেকে অনেক কিছু শিখেছি | positive |
আরিফ আজাদ কোরআনের সাথে সাংঘর্ষিক এমন কিছু লেখেন না বরং উনি কোরআন, হাদীসের রেফারেন্স দিয়েই গল্পগুলো লেখে। আর ইসলামের মূলনীতির সাথে বৈপরীত্য কিংবা সাংঘর্ষিক এমন কোন লেখা না হয়ে বরং মুসলমানদের কল্যাণ সাধন হয় এমন কিছু লেখলে সেটা বরং উত্তম। | positive |
সমকালীন প্রকাশনকে ধন্যবাদ | positive |
নিজেকে নিজে জানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই হলো সম্মান আমাকেই আমি। | positive |
বুক মিভিউহিমু পরিবহনে কে জানি ক্ষমতা চায়, কি একটা পরীক্ষা দিয়ে। তার প্রতি উপদেশঃ প্রিমিয়ার লিগের খেলা, লম্বা লম্বা সিরিয়ালের সিজনগুলা, হিট খাওয়া মুভিগুলা এক একটা প্লাস্টিকের ফুল। এরা কখনোই মলিন হয়না। জিদান গেলে, রোনালদো আসে। রোনালদো গেলে, মেসি আসে। মেসি গ | positive |
দুর্দান্ত | positive |
সুন্দর বই | positive |
পড়ে মনে হয়েছে একটা টান টান উত্তেজনাপূর্ণ ক্রাইম থ্রিলার মুভি দেখে উঠলাম। অসাধারণ প্লট আর চরিত্রায়ণ। সবচেয়ে ভালো লেগেছে চরিত্রগুলো একটার থেকে আলাদা হতে পেরেছে। সব চরিত্রকে একই রকম ভাবে কথা না বলিয়ে তাদের মধ্যে একটা স্বকীয়তা আনতে সক্ষম হয়েছেন লেখক। আর স্পয় | positive |
ভালো | positive |
পশুত্বকে সঙ্গী করেই পশুর জন্ম হয়, কিন্তু জন্ম থেকেই মনুষ্যত্ব লাভে মানুষ ধন্য নয়। ছোটবেলা থেকেই শুনছি–” মানুষের মতো মানুষ হতে হবে।” কিন্তু এই ‘মানুষ’ হয়ে ওঠার যাত্রায় আমরা কি সন্তানদেরকে সঠিক পথনির্দেশনা দেই ? নাকি নিজেদের ভুলে তাদেরকে ঠেলে দেই দুনিয়া ও | positive |
অন্যতম শ্রেষ্ঠ | positive |
পঙ্গু | negative |
অসাধারণ একটা বই ধূলিমাখা ডায়েরি | positive |
ছোট্ট করে #বুক_রিভিউ বইয়ের নামঃ মহিষমতি সমীকরণ লেখকঃ নাঈম হোসেন ফারুকীপৃষ্ঠা সংখ্যাঃ ১২৮ সায়েন্স ফিকশন নাঈম ভাইয়ের লেখনী বরাবরই বিয়ন্ড ইমাজিনেশান লেভেলের হয় 😜, এবারের বইমেলায় তার লেখা " মহিষমতি সমীকরণ" বের হয়েছে। পড়ে ফেললাম✌️। বইয়ের প্রতিটা চ্যাপ্টার খুবই | positive |
খুব সুন্দর বই | positive |
আলহামদুলিল্লাহ বইটি কিনলাম অনেক সুন্দর একটি বইমুফতি মুহাম্মদ শফী রহমতুল্লাহি আলাইহি আল্লাহ্ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমীন 🤲 আর যিনি অনুবাদ করেছেন মহান আল্লাহ তা'আলা তাঁকে দুনিয়া ও আখিরাতে কল্যাণকামী করুন আমীন 🤲🤍🤍🤍❤️❤️❤️❤️ | positive |
প্রতিদিন আমরা কত কথাই না বলি ও শুনি থাকি। কিন্তু, কখনো কি ভেবে দেখেছেন তার মধ্যে কি সঠিক যুক্তি আছে বা আপনার বলা বা শুনা কথার মাঝে কি যুক্তির অভাব আছে কিনা? হয়তো কখনো ভেবে দেখেন নি। কারণ, আপনি যা বলছেন বা শুনছেন তা এর পূর্বে কেউ না কেউ (আপনার চেয়ে বয়সে | positive |
আলহামদুলিল্লাহ | negative |
জাফর ইকবাল স্যার এর লেখা অসাধারণ কিছু বই এর একটা | positive |
কেয়া যেন আমি। আমার মতো আমরা। কেয়াফুলের ম ম সুগন্ধি রেশ হৃদয়বাগানে রয়ে গেছে। ভালোবাসা ঔপন্যাসিকের জন্য 🤍 | positive |
রুমি অত্যন্ত সাধারণ ঘরের ছেলে কিংবা বলা যায় সাধারণেরও নিচে। রুমির জীবনটা খুব সহজ ছিলো যতদিন না সে ঢাকায় এসেছিল। সহজ বলতে গোলমেলে ছিল না। তবে কষ্টের ছিল। রুমি বলতে গেলে অনাথ ছিলো। বাবা খুন হয়ে যায় ছোটবেলায় সেই থেকে মা অপ্রকিতস্থ হয়ে নিজের বাপের বাড়ি ফিরে য | positive |
রাখ! তোর বদনা! বদনা!!! অগো বেবাকটিরে ক পুকুর ঘাটে যাইয়া হাতমুখ ধুইয়া আইতে।যখনই পড়ি তখনই যেন বইটাকে নতুন বলে মনে হয়। | positive |
ভালো লেগেছে! স্বরণজিৎ এর লেখা আমার সবসময়ই ভালো লাগে | positive |
ঢাকার ইতিহাস আমাকে সবসময় ই টানে আর আমি ঢাকার ইতিহাস জানতে শিখেছি মুনতাসির মামুনের বইগুলি দিয়ে যিনি নিজে ও পুরান ঢাকা কৃতি সন্তান। এই বই দিয়ে একসাথে ২ টি চমৎকার বই সংগ্রহ হয়ে যাচ্ছে--ঢাকার সেই সব বিখ্যাত মানুষ,ঢাকার ঐতিহ্য সংস্কৃতি ও নগর বিন্যাস।ঢাকা সমগ্র | positive |
সুন্দর | negative |
টিপস এবং কৌশল বই।আমি এটা পছন্দ করেছি ... | positive |
খুবই ভালো লেগেছে। অনেকদিন পরে এতো ভালো লেখা পেলাম। | positive |
অতীত নিয়ে বেশি চিন্তিত হইয়ো না।ভবিষ্যৎ নিয়ে উত্তেজিত থাকো।😍😍😍😍 | positive |
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতাবই:প্যারাডক্সিকাল সাজিদলেখক:আরিফ আজাদধরণ: ঈমান ও আক্বিদাপ্রকাশনী:গার্ডিয়ান পাবলিকেশনসপৃষ্ঠা সংখ্যা:১৭৬মুদ্রিত মূল্য:৩০০ টাকাকাহিনী সংক্ষেপে: আচ্ছা প্যারাডক্সিকাল এর অর্থ কি?প্যারাডক্সিকাল মানে হচ্ছে প্রচলিত মতবিরোধী সত্য।ব | positive |
ভাল বই | positive |
অসম্ভব সুন্দর লেখনী। লিনার তার জন্মদাত্রী মায়ের সাথে যখন রাতে থাকেন, তখনকার অভিজ্ঞতা জীবন্ত সব সত্য ঘটনার মতো মনে হচ্ছিল আমার কাছ। তারপর তার মামা ভাইয়ের সাথে কথোপকথনে সব কিছুর সত্যতা পেলাম। বইয়ের সব কিছই ভাল লেগেছে আমার। | positive |
"গুরাইদার মুখ থেকে কাটারাজের দশ-বারো মাইল ভাটিতে ডুমুরিয়া খাল। পাতদেউড়া নদী থেকে এই খালের উৎপত্তি। সানকি জলার শেষ মাথায় এসে একটা শাখা চলে গেছে জলেস্বরের দিকে, অন্যটি কাটারাজে এসে মিশেছে।\n\nআষাঢ়ের দুই কূল ভরা কাটারাজে নৌকা বাইতে বাইতে সান্দাররা ডুমুরি | positive |
বৈজ্ঞানিক পদ্ধতিতে ফলের চাষ , কৃষিবিদ ড. শহীদুল ইসলাম খানের বিজ্ঞানিক পদ্ধতিতে ফলের চাষ প্রকিয়া সম্পর্কিত বই ।ফল একটি স্বাস্থ্যরক্ষাকারী খাদ্য, কারণ ফলে থাকে প্রচুর পরিমাণে খনিজ লবন, শর্করাজাতীয় পদার্থ ও ভিটামিন। খাদ্যের প্রয়োজনীয়তা ছাড়াও অর্থকরী ফসল | positive |
ক্যাপ্টেন গ্রেট ইমরান খানের আত্মজীবনী 'পাকিস্তানঃ আমার ইতিহাস'১৯৪৭ সাল। পাকিস্তান সৃষ্টির মাত্র পাঁচ বছর পর ইমরান খানের জন্ম। দেশের ইতিহাসের সাথেই তার জীবন বিবর্তিত হয়েছে।অর্থ ও ক্ষমতার মোহে অন্ধ দেশের অভিজাত শাসক গোষ্ঠী কর্তৃক অবদমিত পাকিস্তান আজকের দিনে | positive |
বেসিকগুলি শুরু করার জন্য খুব সংগঠিত এবং নিখুঁত | positive |
বইটি আমার অনেক পছন্দ হয়েছে। | positive |
অনেক ভালো একটা বই | neutral |
ঊনত্রিশ জন লেখকের মোট ত্রিশটি গল্প নিয়ে অনুবাদ সঙ্কলন গোস্ট রাইটার।বইয়ের ভূমিকায় অনুবাদক বলেছেন, গল্পগুলো পড়ার পরে আপনারাও আপ্লুত হয়ে ভাববেন কী অসাধারণ সব কাহিনিই না রচনা করেছেন বিদেশী লেখকরা! বইটা শেষ করার পর মনে হলো অনুবাদক সত্যি কথাই বলেছেন। পড়ার পর বড় | positive |
অসাধারণ | positive |
নিঃসন্দেহে সাবলীল ভাষায় অনুবাদ করা দারুণ বই। তবে একটা অনুরোধ থাকবে যে আপনারা এই বইটা পড়ে আবার জায়োনিজম সম্পর্কিত আরো একটি বই পড়ার চেষ্টা করবেন। এতে করে তথ্যের যাচাই-বাছাই করতে আপনাদের সুবিধা হবে এবং আলাদা দৃষ্টিভঙ্গি তৈরী হবে। তবে এই বইতে লিখা প্রতিটা কথা | positive |
একটি নাম উল্লেখ করা ব্যতিত পৃথিবীর ইতিহাস অপূর্ণাঙ্গ । ইতিহাসের পাতায় কালোদাগ হয়ে গভীরভাবে খোদাই হয়ে আছে সে নাম। ভয়ংকর রক্তহোলির ছাপ মাখা অতীতে ভাসে সে নাম। চেঙ্গিস খান। তীর, ধনুক, তরবারি, গোলা, কামান কিংবা সৈন্যের প্রাচুর্যের চেয়েও বড় এক শক্তি ছিলো তার। | positive |
শামীর মোন্তাজিদ ভাইয়ার লেখা হাইজেনবার্গের গল্প বইটি আসলেই খুব মজার ছিল। বইটিতে বিচিত্র টপিকগুলো সবার দৃষ্টি আকর্ষণ করবে। সায়েন্সের উপর লেখা হয়েছে বইটি। আমার পড়া বেস্ট টপিক ছিল মশা ও এইডস । তাছাড়া কিছু কিছু ছিল মজার ইনফর্মেশন যা আমাকে আনন্দ দিয়েছে। হাইজেনব | positive |
দয়াল মহান আল্লাহ তা'লা আপনাদের উপর রহমত করুণ ,আমিন | এতো সুন্দর একটি বই সম্পূর্ণ ফ্রিতে বাজারে ছাড়ার জন্য অনেক ধন্যবাদ | | positive |
মুসলিম উম্মাহর জন্য দুর্দান্ত বই। | positive |
সুন্দর | positive |
লেখকের অনুভূতি চমৎকার ভাবে তুলে ধরার জন্য লেখককে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক একজন শ্রমজীবী মানুষ এই বইটি পড়লে নি:সন্দেহে উপকৃত হবেন। মালয়েশিয়ার মোটামুটি ভাল ধারণা পেয়ে যাবে এই বইতে। লেখকের সাফল্য কামনা করছি। | positive |
☆☆☆☆ | positive |
অসাধারণ বিশ্লেষণ | positive |
আশ্চর্যজনক | positive |
একটি ভাল লিখিত বই | positive |
অনুপ্রেরনা মুলক একটা বই । যারা নতুন ফ্রিল্যান্সার তাদের জন্য ভাল বই এটি , বইটি তে অনেক সুন্দর ভাবে বুজানো হয়েছে হার না মানার গল্প , চাইলে সব সম্ভব দারুন উপায় বলা আছে ফ্রিল্যান্সার দের জন্য অনেক কাজ এর ।যে পড়বে সে নিরুসাহিত হবে না | positive |
অনুবাদ অনেক ভালো ছিলো। তবে শেষের দিকে ইসলামের ইতিহাস বর্ননায় অনেক যায়গায় নবিজী (সাঃ) এর নামের শেষে "(সাঃ)" লিখা হয় নি। তবে দেখলেই বোঝা যায় এটা অনুবাদকের ভুল না, তিনি লিখেছেন তবে প্রিন্টিং এর সময় হয়ত বাদ পরে গেছে। আশা করি পরের সংস্করণ গুলোতে সেটা সংশোধন কর | positive |
। | positive |
গল্পের গভীরতা বিবেচনা করতে গেলে হয়তো এ বই পাঁচ তারা দাবি করে না। কিন্তু বইটায় মানিক বন্দ্যোপাধ্যায় মানুষের মনকে ব্যবচ্ছেদ করতে চেয়েছেন এবং সেটায় তিনি শতভাগ সফল। আমরা নিজেরাই হয়তো জানি না আমাদের মন ঠিক কতোটা গোলমেলে, কোনো লাগাম নেই এর চিন্তা-ভবনায়, | positive |
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা|| রিভিউ ||বই : দ্য ইটারনাল টেম্পল (রামেসিস # ২)মূল : ক্রিশ্চিয়ান জাঁকরূপান্তর : মারুফ হোসেনপ্রকাশক : আদী প্রকাশনপ্রকাশকাল : আগস্ট, ২০১৬ঘরানা : ঐতিহাসিক উপন্যাসপৃষ্ঠা : ৩০২প্রচ্ছদ : রিজন ও ফুয়াদমুদ্রিত মূল্য : ৩২০ টাকামহান | positive |
আমি কখনও পড়েছি সেরা উপন্যাসগুলির মধ্যে একটি। | positive |
সহায়ক বই | positive |
১৯৭৯ সালে " Here The Wind Sings " দিয়ে আত্নপ্রকাশ করা জাপানি লেখক হারুকি মুরাকামি এখন সারা বিশ্ব জুড়ে অতি পরিচিত এক নাম । নিজ দেশে তো বটেই, পুরো পৃথিবীর পাঠকদের কাছেই তিনি সমানভাবে জনপ্রিয় । বহু ভাষায় অনুদিত হয়েছে তার সাহিত্য কর্ম, পেয়েছেন অসংখ্য পুরষ্কার | positive |
বাইন্ডিং আরো ভাল হওয়া উচিৎ ছিল | negative |
গ্রন্থটি সমকালীন নীতিদর্শন সম্পর্কে জানার জন্য খুবই সহজবোধ্য একটি গ্রন্থ। | positive |
বইটি পড়ে যারা বিগিনার তারা ভাল উপক্রিত হবে। সঠিক গাইডলাইন পাবে। যদিও আমি আগে অনেক কিছু জানতাম তার পরও বইটি পড়ে ভাল লেগেছে। তবে প্রশ্ন উত্তর পর্বে যে বিষয় নিয়ে বইয়ের প্রথমে আলোচনা রয়েছে সে বিষয় আবার প্রশ্ন উত্তর এ না দিলে পারতেন। | positive |
যারা সহজে কুরআন থেকে রেফারেন্স শিখতে চান তারা বুক টি নিতে পারেন..এটা খুব যে উপকারী | positive |
কেপলার টুটুবি হ'ল একটি বিজ্ঞান কল্পকাহিনী বই যা মানব ও বিজ্ঞানের ভবিষ্যতের সাথে সাদৃশ্যপূর্ণ Human হিউম্যান বিল্ড রোবোটের পরে ভবিষ্যতের যা বিশ্বকে দখল করার চেষ্টা করে।এই রোবটগুলি মানুষের সম্পূর্ণ প্রোটোটাইপ তবে তারা মানুষ নয়।তারা মানবকে হত্যা করতে শুরু ক | positive |
আলহামদুলিল্লাহ | positive |
এটা দুর্দান্ত বই। | positive |
ভাবতে হবে বেলা ফুরাবার আগে | positive |
প্রায় সাত বছর আগে এ বইটি পড়েছিলাম। একজন মুক্তিযোদ্ধার লেখা বই হিসাবে ঘটনাবলী অথেনটিক মনে হয়েছে। খবই সুখপাঠ্য এবং গতিশীল একটি বই। | positive |