sentence1
stringlengths
1
255
label
stringclasses
4 values
এই বইটি আশ্চর্যজনক ছিল !!!!
positive
নফ খারাপ
neutral
Khub sundor lekha hoye che 😶
positive
মোটামুটি
negative
চমক ভাইয়া বই মানেই এক একটা চমক। জাষ্ট অসাধারণ লেগেছে আমার কাছে।😍
positive
পারিবারিক ও দাম্পত্য জীবনে সম্পর্ক উন্নয়নে সহায়ক ও গাইড়লাইন বলা যায় বইটি। বিয়ের আগে অথবা পরে উভয় ক্ষেত্রে বইটি আপনাকে সুন্নতের উপর চলার দিশা দিবে।
positive
খুব ভালো লেগেছে
positive
সি প্রগ্রামিং শুরু করার জন্য অসাধারণ একটি বই। বইটি beginner দের জন্য পারফেক্ট। যারা প্রগ্রামিং এ নতুন তাদের এ বইটি অনুশীলন করা উচিত বলে আমি মনে করি।
positive
কি পরিমান সৃজনি থাকলে ক দিয়ে শুধু বই লিখা সম্ভব❤️
positive
আলো
positive
আরও কিছু তথ্য থাকলে ভাল হত। তবে বইটা সুন্দর ✌️
positive
দুর্দান্ত :)
positive
বইটা খুব ভাল।
positive
নিখুঁত
positive
অনেক অনেক ভালো বই!! আলহামদুলিল্লাহ অনেকটা উন্নতি হয়েছে এই বই পড়ে🥰
positive
আপনার বইটি সর্বত্র ছড়িয়ে পড়ুক, বইটি পাঠকপ্রিয় হোক এটি ই চাওয়া। এ পৃথিবী বইয়ের হোক,বইয়ের ভাষায় প্রকাশিত হোক সুখ এবং শোক!❤️
positive
সহজ ভাষায় সি প্রোগ্রামিং এর কনসেপ্ট । খুবই ভালো
positive
বিস্ময়কর
positive
আলো
positive
নবীন গবেষকদের জন্য বইটি খুবই সহজ ভাষায় লেখা। উদাহরণগুলো সুন্দর করে দেয়া হয়েছে। ফলে কঠিন বিষয়গুলো সহজেই বোঝা যায়। এই একমাত্র বই যেখানে, এপিএ ৭ম সংস্করণ ব্যবহার করে কীভাবে রেফারেন্সিং করতে হয় তা উদাহরণ দিয়ে দেখানো হয়েছে।
positive
ভাল
positive
অসাধারণ
positive
অসাধারণ অনুবাদ
positive
ভালো বই
positive
মাহবুব সিরিজের শেষ বই!! নামের মতো এক প্যাকেট আনন্দ কুড়িয়ে নিয়েছি বই পড়ে। অনেক ভালো লেগেছে ♥
positive
ভালো তখুব একটা না.
negative
এ বইটি একসময়ের শোবিজ জগতের জনপ্রিয় অভিনেত্রী "নাজনীন আক্তার হ্যাপী" কে নিয়ে লেখা।হ্যাপীর শোবিজে জগত থেকে ইসলামের পথে উত্তরণের ঘটনাগুলো এখানে সাক্ষাৎকার আলোকে সাজানো হয়েছে।আরপাচটা সম্ভান্ত্র মুসলিম পরিবারে হ্যাপীর জন্ম হয়নি একটি আল্ট্রা মর্ডাণ পরিবারেই জন্
positive
বইটির নাম ❝ লাভ এন্ড হ্যাপিনেস ❞। লাভ মানে হচ্ছে ভালোবাসা আর হ্যাপিনেস মানে হচ্ছে সুখ। বইটির নাম দেখেই অনেকটা উপলব্ধি করতে পারছি যে বইটি ঠিক কি বিষয়ক। প্রতিটা জিনিসেই যেমন ভালো–মন্দ থাকে তেমনি ভালোবাসাতেও রয়েছে ভালো–মন্দ। যদি আমাদের ভালোবাসা স্রষ্টার প্রত
positive
ভাল
positive
খুব ভাল
positive
৩ -৫ দিন সময় দিলেও ৩ দিনের মধ্যেই বইটি হাতে পেয়েছি । দ্রুততম সময়ে সার্ভিস টি পাওয়ার জন্য রকমারির প্রতি আলাদা ভালোলাগা কাজ করছে যা আমাকে আবারও আরও বই অর্ডার করতে উৎসাহিত করছে। রকমারি টিম কে ধন্যবাদ।
positive
💖
positive
◾ইলা শাবাবিল উম্মাহ◾যদি প্রশ্ন করা হয় একটি জাতির ভবিষ্যত কি? তবে উত্তর আসবে সে জাতির তরুণ প্রজন্ম। তারাই পারে সবকিছু ধ্বংস করতে আবার তারাই পারে ধ্বংস থেকে কিছু সৃষ্টি করতে। তাই ইসলামে যুবকদের দেওয়া হয়েছে ভীষণ গুরুত্ব। কারণ ইসলামের এ অন্ধকারকালে তারাই পারে
positive
এই আলোকিত বইটি স্পেস-টাইমের মাধ্যমে সবচেয়ে রোমাঞ্চকর উদ্যোগে একটি নিয়ে যায়, যেখানে অসাধারণ আশ্চর্য অপেক্ষা করে থাকে। এটি একটি পরম শিল্প যা অবাক করতে ব্যর্থ হতে পারে না, কারণ এই বইটি ডায়াগ্রামের পৃষ্ঠাগুলি এবং চমত্কারভাবে বিশদ চিত্রগুলিতে ভরা হয়েছে om
positive
এটি একটি নৃবিজ্ঞান।10 বছর ধরে রচিত এবং প্রকাশিত নিবন্ধগুলি একটি বইতে একত্রে সংকলিত হয়।নিবন্ধগুলি বৈচিত্র্যময় প্রকৃতির, ট্র্যাভেলজি থেকে শুরু করে যুদ্ধের ক্ষেত্র অধ্যয়ন, নেতৃত্ব বিশ্লেষণ, স্ব -বিকাশ, পরিবেশগত উদ্বেগ, জীবনের দর্শন ইত্যাদি It এটি একটি ভাল
positive
মিরআতুল মামালিক বইটি তদানীন্তন উসমানি খেলাফতের একজন অ্যাডমিরালের (নৌসেনাপতি) ভ্রমন কাহিনি। বিধর্মী পর্তুগিজ দস্যুদের তাড়া করতে গিয়ে ভারত মহাসাগরে তিনি কীভাবে ভাগ্যবিড়ম্বনার সম্মুখীন হন, পনেরো শতকের সেই বিস্তর সফরনামা বিবৃত হয়েছে অ্যাডমিরালের নিজ জবানিতে।
positive
সুনিপুণ বর্ণনা। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের জানতে হলে অবশ্যই বইটি পড়তে হবে৷ ১ম খন্ডটি পড়লে, ২ টি পড়তে বাধ্য হবেন
positive
"ফেরারী বসন্ত" আফিফা আপুর লেখা দ্বিতীয় দীর্ঘ উপন্যাস। নব্বই শতকের সময়কে কেন্দ্র করে শালীন ও মার্জিত ভাষায় লেখা এই উপন্যাস খুব কম সময়েই ভালো লাগার একটা জায়গা দখল করে আছে। চমৎকার ভাষাচয়ন ও শব্দের ব্যবহারের সাথে সাথে উপন্যাসের কাহিনী সুন্দরভাবে এগিয়ে চলেছে।
positive
Boita alhamdulillah onek valo. Jokhon boita prothon kisilam, tokhon sara deshe lockdown chilo... boita paite ektu time lagsilo.. ar ekta problem hoysilo seta hosse, ami jokhon ei boita prothom order korsilam, tokhon etar 2nd edition ta already published h
positive
আমার সবথেকে প্রিয় উপন্যাস
positive
সেরা
positive
বইঃ মুসলিম বিশ্বে ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার দ্বন্দ্বলেখকঃ সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.।উপমহাদেশের বিশিষ্ট লেখক ও ইসলামিক স্কলার সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. তার এই বইটিতে পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী ও অসাম্য ভিত্তিক সভ্যতার সাথে মুসলিম বিশ্বের ইসলামিক
positive
ভাল
neutral
যারা জীবনানন্দ কে নিয়ে একাডেমিক পড়াশোনা করছেন তাদের জন্য বইটি হয়তো প্রয়োজনীয় কিন্তু আমরা যারা শুধুমাত্র ভালবেসে মনের আনন্দে জীবনানন্দ পড়ি তাদের জন্য এই বইটি প্রয়োজনীয় না। অনেকদিন পর কোন বই মনের ইচ্ছার বিরুদ্ধে পড়লাম।
negative
একটু ভালো নাহ
negative
আর্ট কলেজ থেকে পাস করার পর শিল্পীজীবন শুরু সিনেমার হোর্ডিং, স্নো-পাউডার-ক্রিমের লেবেল ডিজাইন করে।শুকতারা পত্রিকায় অলংকরণ-শিল্পী হিসেবে কর্মজীবন শুরু গত শতকের পঞ্চাশের দশকে। কমিকস অনুরাগী ক্ষীরোদচন্দ্র মজুমদারের অনুরোধে প্রথমে জন্ম নিল হাঁদা-ভোঁদার কাণ্ডক
positive
খুব সুন্দর বুক
positive
অবশেষে বইটি হাতে পেলাম, এক কথায় অসাধারণ
positive
সুন্দর বই ... প্রস্তাবিত
positive
খুব ভালো
positive
অনেক সুন্দর
positive
God শ্বরের প্রশংসা করুন, আপনি তাঁর পক্ষে আছেন
positive
বইটি আমি আমার ১০ বছর বয়সী ভাগ্নের জন্য কিনেছিলাম। সে পড়ে খুব মজা পেয়েছে।
positive
মাশাল্লাহ.ভাল পকেট আকার প্রয়োজন।
positive
চমৎকার উপন্যাস এটি। আমি পড়েছি, মুগ্ধ হয়েছি। নওশাদ জামিলের জন্য শুভকামনা।
positive
অসাধারণ
positive
positive
ভাল
negative
মোটামুটি
negative
লেখক ইতিহাসের বদলে বিশ্লেষণ বেশি করছে। ইতিহাসের বইগুলোতে ইতিহাস নিয়ে লেখায় ভাল। বেশি বিশ্লেষণ করলে পড়ার মোডটা খারাপ হয়ে যায়।
negative
সময়-আল্লাহ
positive
এটি একটি দুর্দান্ত বই
positive
আলো
positive
ক‌বিতা সম্প‌র্কে জানার খুবই গুরুত্বপূর্ন এক‌টি বই।
positive
কিশোরদের জন্য এক চমৎকার বই। বড়দেরও ভাল লাগবে। বইটির কাহিনী আবর্তিত হয়েছে ১৮১৫-১৮৩৯ সালে ফ্রান্সের ঐতিহাসিক ঘটনাবলীব পটভুমিতে। যদিও এটি সে অর্থে ঐতিহাসিক উপন্যাস নয়। এই সে সময়কার এক নাবিকের জীবনের গল্প। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৮৪৪-১৮৪৫ সালের দিকে।
positive
এটি আসলে দুর্দান্ত, বইগুলিও তাই।
positive
প্রিয় লেখকের তালিকায় হুমায়ূন স্যার নেই। তবে "দেয়াল" নিঃসন্দেহে ভাল লেগেছে।
positive
একটি অসাধারণ বই।। 💓এমন একটি বই উপহার দেওয়ার কারনে ধন্যবাদ জানাই প্রিয় ভাইকে। আল্লাহ তায়ালা তার নেক হায়াত দান করুক
positive
আমার স্যার প্রতিভা পেয়েছে।
positive
আমার এই বইটি খুবই ভালো লেগেছে।যারা ইসলামের প্রতি দ্বিধাগ্রস্ত আছে তাদের দ্বিধাগ্রস্থ মুক্ত করে।এটি আল্লাহর তায়ালা প্রতি বিশ্বাস কে আরো দৃঢ় করে।আল্লাহ তায়ালাকে কেন বিশ্বাস করতে হবে তা বুঝিয়ে দেয়।এই সুন্দর বইটি আমাদের উপহার দেত্তয়ার জন্য আরিফ আজাদ ভাইক
positive
সুলভ মূল্য
positive
আমার সবচেয়ে প্রিয় একজন চরিত্র হল হিমু। এই মূহুর্তে আমি এই হিমুর বই নিয়েই পড়ছিলাম। আমার হলুদ পাঞ্জাবি নেই আর পাঞ্জাবি সবগুলাতেই পকেট আছে। কিন্তু ইচ্ছে করে যদি হিমু হতে পারতাম জীবন টাকে অন্যরকম ভাবে উপভোগ করতে পারতাম। কিন্তু চাকুরির ব্যাস্ত জীবন হিমু হতে দ
positive
‘Great Women of Islam’, সালাহউদ্দিন জাহাঙ্গীর তার ‘প্রিয়তমা’ -র গ্রন্থপঞ্জীতে এই বইয়ের উল্লেখ করেছেন। বইটিতে ১১ জন উম্মুল মু’মিনিনি এবং আরো ১৬ জন নারী সাহাবী (রা.), যারা জীবিত থাকাকালীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে জান্নাতের সুসংবাদ গ্
positive
বিস্ময়কর বই
positive
এক বড় আপু থেকে নিয়ে বইটা পড়া হয়েছিলো। পুরো বইটাই এক ধরনের ঘোর৷ বইটা পড়ে ঘোরের মধ্যে হারিয়ে যেতাম। ২ বছর আগে পড়েছি কিন্তু এখনও মাঝে মাঝে বইয়ের চরিত্রগুলোর কথা মনে পড়ে৷ খুব মিস করি বইটাকে ইদানীং। হাতের কাছে থাকলে পড়ডাম আবারও৷
positive
আপনাকে অনেক ধন্যবাদ ওয়েফিলাইফ ☘ প্যাকেজিং, মাইন্ড ফুঁকানো পরিষেবা বলার মতো কিছুই নেই 😊
positive
বইটি আমার প্রিয় শিক্ষক হক স্যার এর লেখা। বইটি পড়ার মাধ্যমে ইতিহাস সম্পর্কে অনেক কিছুই জানতে পারি।বইটিতে বাংলার সুলতানদের শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। মূলত ইলিয়াস শাহ এবং তার উত্তরাধিকার নিয়ে লেখা এই বইটি আমার কাছে চমৎকার লেগেছে। আমার মতে বইটি ইতিহ
positive
দারুন সুখপাঠ্য। যেন টাইম মেশিনে চাপিয়ে নিয়ে গেলো দূরের কোনো এক সময়ে।
positive
বইটি আমি মনেকরি সকল ছাত্র-ছাত্রীদের জন্য অনেক সাহায্যকারী হবে। বইয়ের নামটি যেমন “Never Stop Learning" বইটি পড়ার পর আসলেই অনুপ্রেরণা হিসেবে কাজ করবে নতুন কিছু শিখতে।
positive
ভাল বই
positive
অপেক্ষায় আছি
positive
এটি রোমাঞ্চকর বইয়ের একটি বিরল অংশ।এটি আপনাকে যাত্রায় নিয়ে যায়, আমরা কীভাবে হয়ে যাই, আমরা কী।কিছুটা অর্থে, এটি ইতিহাসের বই নয়, তবে ইতিহাস এবং বিজ্ঞান ও যুক্তির সামান্য বিট ভিত্তিক দর্শনের একটি বই।এই বইটি আমি বিশ্বকে দেখার উপায় পরিবর্তন করেছেন
positive
জাফর ইকবালের লিখিত বইয়ের মধ্যে পড়া এটাই প্রথম বই আমার৷ বইটির প্রতিটি পৃষ্ঠা মুগ্ধ করেছে৷ অসাধারণ একটা বই৷ বইটি পড়তে পড়তে মনে হচ্ছিলো কোন সিনেমা দেখছি৷ বইয়ের প্রধান চরিত্র বিলুর বিস্ময়কর কার্মকাণ্ড লেখক এমন ভাবে ফুটিয়ে তুলেছেন মনে হয় যেনো চোখের সাম
positive
কিনেই পড়লাম। ভিন্ন প্রকাশ ভঙ্গি আর অসাধারন উদাহরণ হাবলুদের পক্ষে না বোঝা অসম্ভব। আর জাভাস্ক্রিপ্ট বেছে নেয়ায় কম্পাইলার এর প্যারা নাই। যারা প্রোগ্রামিংকে ভয় পান বা যানতে অথবা শিখতে আগ্রহী তারা বইটি নিরদ্বীধায় বেছে নিন। ভালো মত প্রাকটিস করলে প্রোগ্রামিং এর
positive
আমার কাছে ভালোই লেগেছে। সেলস এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে উপকারী কিছু তথ্য আছে।
positive
বার্কিং
negative
খুব সহায়ক
positive
বইঃ পিপলী বেগমলেখকঃ হুমায়ূন আহমেদ ক্যাটাগরিঃ শিশু সাহিত্যপ্রকাশনীঃ অবসর প্রকাশনা সংস্থা পৃষ্ঠাঃ ৫৫মূল্যঃ ৬৮ টাকারিভিউঃ মতিন সাহেবের তিন মেয়ে। তিলু, বিলু ও নীলু। তিলু ক্লাস সেভেনে আর বিলু ক্লাস থ্রিতে পড়ে। নীলুর এবার ভর্তি হওয়ার কথা থাকলেও এক্সামে কোথাও এল
positive
আমাদের সমাজে যে আকিদা বিদ্যমান তাকে কোনভাবেই পরিপূর্ন ইসলামী আকিদা বলা যায় না। সমাজে বিদ্যমান যেসমস্ত কুসংস্কার,শিরক, বিদ’আত রয়েছে তা দূর করতে না পারলে আমাদের সমাজে ইসলামী আকিদা বস্তবায়ন করা সম্ভব হবে না। আর তার জন্য প্রয়োজন আকিদার উপর জ্ঞান অর্জন করা। আর
positive
বইটি পড়ে অনেক অজানা কিছুজানতেপারছি। বইটি আপনারা কিনতে পারেন , মহাকাশ সর্ম্পকে বিস্তারিত জানতে পারবেন
positive
ভাল
positive
বইয়ের নামঃঅবরোধ-বাসিনীলেখকঃবেগম রোকেয়া সাখাওয়াতপ্রকাশনীঃবিশ্বসাহিত্য কেন্দ্রমূল্যঃ ৬৮ টাকা রোকেয়ার লেখা স্কুলের পর এই প্রথম পড়লাম।"অবরোধবাসিনী" পড়তে পড়তে মনে হয়েছে, সত্যি তো, সে যুগের কোনো মেয়ে ঘরের আসবাবের মতো জীবনযাপন করতো। আমার অনুধাবন করতে পেরেছি যে ,
positive
" মা " শুধু কি একটা শব্দ ?না মা শুধু একটা শব্দ না । মা হচ্ছে হাজার ভালবাসা মিশ্রিত একটা ডাক । "মা" শুধু কি একটা ডাক ?মা শুধু একটা ডাক না । মা হচ্ছে হাজারো কষ্টের মাঝেও সন্তানের জন্য অঝোরে কাঁদা ।"মা" কি শুধুই অঝরে কাঁদা ? না মা হচ্ছে , জায়নামাজে বসে সন্
positive
সেরা !!!!
positive
সামনেই রামাদান আসছে....এটি আমাদের জন্য একটি সময়োপযোগী বই হতে যাচ্ছে ......আমাদের সবারই উচিত রামাদানের জন্য প্রস্তুতি নেওয়া...
positive
ভাল
positive
বস স্টিফেন হকিংয়ের দুর্দান্ত বই।
positive
দ্রোহত্রয়ী তিনটি উপন্যাসের এক সমষ্টি যেখানে তিনজন নারীর জীবনের লড়াই তুলে ধরা হয়েছে।যা আমাদের সমাজের ৯৫% মেয়েদের জীবনেই কোন না কোন সময় ঘটে, যেখানে আমাদের সচেতনতার ।তিনটি গল্পই অত্যন্ত জীবন ঘনিষ্ঠ মনস্তাত্ত্বিক উপন্যাস।
positive
মেঘেদের দিন - সাদাত হোসাইনজনপ্রিয় লেখকের বই নিয়ে কিছু বলা বড়ই মুসকিলের ব্যাপার। একদল সবকিছুতেই ভাল তো অন্যদল বলবে খারাপ। কিন্তু অামি অতি সামান্য একজন পাঠক মাত্র। তাই চারপাশের অবস্থা বিবেচনা করে বইটি নিয়ে নিদারুণ দুটি কথা বলে গেলাম।বর্তমান সময়ে তরুণ পাঠকদে
negative
অসাধার বই
positive