sentence1
stringlengths
1
255
label
stringclasses
4 values
আল্লাহ্‌ মানুষকে সৃষ্টি করে তাকে পৃথিবীতে স্থিতি দান করেছেন। তিনি তাদেরকে অসহায় ও লাগামহীনভাবে ছেড়ে দেননি। বরং প্রথম মানুষ আদমকে তাঁর বংশধরগণের হেদায়াতের জন্য প্রথম নবী হিসাবে প্রেরণ করেন। এভাবে আদম (আ.) হতে শেষনবী মুহাম্মাদ (সা.) পর্যন্ত ৩১৫ জন রাসূল সহ
positive
বইটি দুর্দান্ত ছিল অ্যান্টিক ব্রো।
positive
অসাধারণ একটি বই।#প্রচ্ছদ_ও_উৎসর্গ: প্রচ্ছদের সাথে উপন্যাসের নাম ও গল্পের মিল রয়েছে, যারা পড়েছেন তারাই বুঝতে পারবেন।কভারে যে ছায়ামূর্তি দেখা যাচ্ছে তা যেন অরিনেরই প্রতিচ্ছবি। লেখক তার এই উপন্যাসটি উৎসর্গ করেছেন উনার শ্রদ্ধেয় বড় ভাইকে।যিনি নিজের স্বপ্নকে
positive
দুর্দান্ত
positive
#বুক_রিভিউ “I wish I had stayed home!”মানুষের কত ইচ্ছা থাকে। কত স্বপ্ন থাকে। কিন্তু কোন অভিনেত্রী যখন এমন একটা ইচ্ছা পোষণ করেন, তখন সেটা খতিয়ে দেখার খুব ইচ্ছা জাগে। রুপ, সম্পদ ও ক্যারিয়ার কোনটিরই কমতি ছিল না আমেরিকার বিখ্যাত অভিনেত্রী জ
positive
দুর্দান্ত
positive
"প্যারাডক্সিকাল সাজিদ"রিভিউ-১প্যারাডক্সিকাল সাজিদ বইটি আমি প্রথমে আমার এক উস্তাদ হতে নিয়ে পড়ি যদিও সেসময় খুব একটা বেশি পড়তে পারিনি কিন্তু যতোটুকু পড়েছি তাতেই আমার মনে হয়েছে বইটি বেশ ভালো এবং গুরুত্বপূর্ণ। সেবার থেকেই ধরে নিয়েছিলাম টাকা হলেই বইটি কিনবো যাই
positive
অসাধারণ একটি বই।অনেক কিছু জানা আছে এই বইটি থেকে। যারা নিজেদের ভবিষ্যত আলকিত করতে চায় তাদের এই বইটি পরা উছিত। কেননা এই বইটিতে আপনি কিভাবে নিজের উন্নতি করতে পারেন তার ধারনা পাবেন। এই বইটি বলে দিবে আপনাকে কি করতে হবে। আসা করি সবাই এই বইটি পরে লাভবান হবে।
positive
খুবই ঝরঝরে অনুবাদ! চোখ বন্ধ করে ভরসা করা যায় টিম ট্রান্সলেটরের অনুবাদকদের উপর! তরুণ অনুবাদক হিসেবে ওরা অসাধারণ করছে!
positive
#রকমারি_রিভিউ_প্রতিযোগ_মেগত শতকের দ্বিতীয়ার্ধে যারা বাংলা গানকে অন্য উচ্চতায় তুলে এনেছিলেন তাদের মধ্যে পুলক বন্দ্যোপাধ্যায় একজন। বাংলা সিনেমা এবং ‘আধুনিক গান’ উভয় ক্ষেত্রে স্বচ্ছন্দ পদচারনা ছিল তাঁর। পিতা ছিলেন নির্বাক যুগের অভিনেতা, ভগ্নীপতি প্রযোজক। ফলে
neutral
দুর্দান্ত বই
positive
এক কথায় অসাধারণ।
positive
অসাধারণ।
positive
বর্তমান প্রেক্ষাপটে এমন বই আরো দরকার।
positive
আমরা সবাই কম বেশি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ভ্রমণ করেছি। এই সমুদ্রের এক সুপরিচিত সি বিচ যা আমাদের মন কে হাজার গুনে প্রফুল্ল করে , যার নাম লাবনী পয়েন্ট আমরা কেবল নিজের সুখ টুকু পাওয়ার চিন্তায় বিভোর হয়ে এই লাবনীর বুকে গজুড়ে বেড়াই। কেউ জানি
positive
অসাধারণ
positive
ছয় বন্ধুর একসাথে চলার পথে নানান উত্থান পতন উঠে এসেছে। মনে হয় বই পড়ছি না বরং ঘটনাগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি।
positive
অনেক ভালো একটা বই... খুব যে ভালো লাগসে
positive
ভাল
negative
অনুবাদের কোয়ালিটি অনান্য অনুবাদের চেয়ে ভাল।
positive
এই বইটি পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ আইয়ুব খান লিখেছেন তাঁর প্রধান রচনাগুলির বিবরণ হিসাবে এবং রাষ্ট্রপতি হিসাবে তাঁর আমলে তিনি যে সমস্যার মুখোমুখি হয়েছিলেন তার বিবরণ হিসাবে
positive
ভাল
positive
এটি একটি বিখ্যাত গোয়েন্দা ,অ্যাডভেঞ্চারমূলক সিরিজ| যার ১ম খণ্ড হল আমি কিশোর যার কাহিনি হচ্ছে মুসাকে তার চাচা চাচি ডন এমনকি স্কুলের কেউ চিনতে না পারার রহস্য উদ্ঘাটন| ২য় অংশ হল তারা আলাস্কায় রেস দেখতে যাওয়ার পর থেকে তাদের ওপর নানা আক্রমণ চলে এবং তারা এ
positive
বিস্ময়কর বই
positive
খুব ভালো
positive
বই:থ্রি এ এমলেখক : নিক পিরোগঅনুবাদ: সালমান হকহেনরি বিনস,অদ্ভুত এক রোগে আক্রান্ত সে। মাত্র ছয় বছর বয়সে মা ছাড়া জীবন শুরু করতে হয় তাকে এই রোগটির জন্য। খুবি অদ্ভুত এই রোগের কারনে দিনের ২৪ ঘণ্টার মধ্যে মাত্র এক ঘণ্টা সে জেগে থাকে। সারা পৃথিবীতে মাত্র তার মত
positive
ফ্ল্যাপে লিখা কথা,,মধ্যযুগে শত শত বছর ধরে ভারতবর্ষের নির্জন ও প্রায় দুর্গম জনপথে অসহায়, নিঃশঙ্ক পথচারী, অভিযাত্রী, ব্যবসায়ী, সরকারি রাজপুরুষ, এমনকি গৃহাভিমুখী সিপাহীদের ছোট ছোট দল রহস্যজনকভাবে হারিয়ে যেত; প্রাণ দিত দেবী ভবানীর অন্ধভক্ত চরমপন্থী একটি স
positive
অন্যতম সেরা ইসলামিক বই :)
positive
আলহামদুলিল্লাহ বইটা অনেক সুন্দর
positive
অসাধারণ একটি বই...খুব তাড়াতাড়ি ডেলিভারি পেয়েছি।থাঙ্ক ইয়উ রকমারি।
positive
চরম মাত্রার দুর্দান্ত একটি বই
positive
কাবুল কোথায়! মেঘলার দিন রাত অন্ধকারে! সে কী পাবে কোনোদিন তার ভালোবাসা কাবুলকে! মেঘলা। সদ্যস্নাত প্রস্ফুটিত একটি গোলাপের মতো। অজান্তেই কাবুল নামক ভবঘুরে যুবকের প্রেমে পড়ে যায়। সম্পদ প্রতিপত্তির দাপটে মেঘলার বাবা-মা সেটা মেনে নিতে পারে না। নিখাদ ভালোবাসা যে
positive
বইটি পড়লে সমাজে যে সকল হিংস্র পুরুষ নামক পশু আছে, তারাও হিংস্রতা পরিহার করবে বলে আশা করি। 😍বইটির এক পর্যায়ে গিয়ে আমি আর পড়তে পারিনি। কেমন অসুস্থতা অনুভব করছিলাম আর কান্না আসছিলো।😥😥😥
positive
জানিনা কিভাবে ভাইয়াকে ধন্যবাদ দিবো, সময়টা ২০১৯সাল ভার্সিটি ২য় বর্ষে উঠেছিলাম কেবল, কিভাবে নিজের ক্যারিয়ার করবো নিজের সময়কে কিভাবে কাজে লাগাবো কোনো কিছুই ভেবে পাচ্ছিলাম না ঠিক সেই সময়ে "রিচার্জ ইয়র ডাউন ব্যাটারি" বইটি পড়ে আমার চার্জ এতো পরিমান ফুল হয়েছিলো
positive
দুর্দান্ত
positive
এই বইটি সত্যিই দুর্দান্ত
positive
‘আমিই খালেদ মোশাররফ’ বইটি লিখেছন, একজন বাংলাদেশী মুক্তিযোদ্ধা যিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় প্রচারিত স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের চরমপত্রের পরিচালক, লেখক এম আর আখতার মুকুল। তিনি বইটি তুলে ধরেছেন খালেদ মোশারফের হত্যাকান্ড নিয়ে ।আমি রূপকথায় বিশ্বাসী
positive
সমকালীন লেখকদের মধ্যে ওয়াসিকা নুযহাত এর লিখনশৈলী অনন্য৷ তার শব্দ ভান্ডার অনেক বেশি সমৃদ্ধ। কাহিনি বিন্যাস, চরিত্র চিত্রন, বাক্য গঠন, বর্ননা অসাধারণ৷ কার কি মত জানিনা, আমার মনে হয় এই উপন্যাস লেখিকার প্রকাশিতব্য সব উপন্যাসের সেরা। লেখিকার জন্য শুভকামনা।
positive
সুন্দর বই 💜💙
positive
বইটা বেশ ভালো
neutral
সৃষ্টিকর্তাকে ধন্যবাদ
positive
রেটিং: ৫/৫ ডঃ ইউসুফ আল কারযাভী সারাবিশ্বের মুসলমানদের নিকট অতি পরিচিত একটি নাম। তার শতাধিক গবেষণাকর্ম ইসলামের বুদ্ধিবৃত্তিক চর্চা কে দারুণভাবে বেগবান করেছে। তিনি অতীতকে অস্বীকার করেননি, বর্তমানকে পরিত্যাগ করেননি, আবার ভবিষ্যৎ সম্পর্কে সচেতন। তিনি আধুনিক
positive
খুব ভাল বই
positive
পড়ালেখা করতে চায় রিটিন, কিন্তু সেটা সম্ভব না কারন সে সি ক্যাটাগরির মানুষ। সি ক্যাটাগরির মানুষ পড়ালেখা করার অধিকার নিয়ে জন্মায় না তাদের জন্ম কাজ করে খেটে খাওয়ার জন্য। আর এই বিষয়টা ঠিক করেন বাবা মায়েরা, রিটিনের বিষয়টাও তেমনি তার জন্মের অনেক আগেও ঠ
positive
বইটির অপেক্ষায় ছিলাম। মাহদি স্যার কে ধন্যবাদ। পদার্থবিজ্ঞান নিয়ে আরো বই আশা করছি স্যারের কাছ থেকে।
positive
যোগ্য ........
positive
এটি মোবাইল সাংবাদিকদের জন্য দুর্দান্ত টুকরো।এই ম্যানুয়ালটিতে মোজোর সমস্ত প্রয়োজনীয় এবং মৌলিক কৌশল রয়েছে।এটি খুব সহজ ভাষায় লেখা হয়েছে।আমি এটি আকর্ষণীয় এবং দরকারী পেয়েছি।যারা সাংবাদিকতায় আগ্রহী তাদের জন্য এটি অত্যন্ত সুপারিশ।
positive
বই রিভিউ- 'গল্পপাত'লেখক- আবদুর রাজ্জাক শিপনপ্রকাশক-শুদ্ধস্বর (বইমেলা-২০১৪)। ছোটগল্পের এ বইটির নামকরণ যথেষ্ট আকর্ষণীয়। কণায় কণায় বৃষ্টির ঝরে পড়াকে আমরা বলি বৃষ্টিপাত, আর তেমনই কণায় কণায় গল্প ঝরে পড়েছে গল্পপাত বইটিতে। বৃষ্টির জলে আপনার শরীরে শীতল পরশ
positive
আপনি যদি আপনার আকিদা ঠিক করতে চান তাহলে এই বই পড়ুন। আপনার সকল ভ্রান্ত ধারণা দূর হবে ইনশাআল্লাহ।
positive
রসায়নের জন্য সেরা বই।
positive
ভাল
positive
সিক্রেটস অব জায়োনিজম, Osadharon ekti boi, boi-er suru theke ses porjonto ektana porar moto boi. protita page-ei ache onek onek information. Yahudi-ra amaderke je kivabe boka baniye rekhese- boita na porle bujha jabe na. boi-ta sei 100 bochor ager lekha ot
positive
‘অগ্নিবীণা’ দ্বিতীয় খণ্ড নাম দিয়ে তাতে যেসব কবিতা ও গান দেব বলে এতকাল ধরে বিজ্ঞাপন দিচ্ছিলাম, সেইসব কবিতা ও গান দিয়ে এই ‘বিষের বাঁশি’ প্রকাশ করলাম। নানা কারণে ‘অগ্নিবীণা’ দ্বিতীয় খণ্ড নাম বদলে ‘বিষের বাঁশি’ নামকরণ করলাম। বিশেষ কারণে কয়েকটি কবিতা ও গান বাদ
positive
ভালো লেগেছে।
negative
‘‘দ্য মিরাকল মর্নিং’’ বইটির সাম্য শরিফ ভাইয়ের এই বঙ্গানুবাদ বইটি সতিই অসাধারণ। আমি সবাইকে এই বঙ্গানুবাদটি কেনার জন্য রিকমেন্ড করব। আর ‘‘দ্য মিরাকল মর্নিং’’ বইটি নিয়ে যা বলা হবে তা কম। আমি অলরেডি মিরাকল মর্নিং অভ্যাস শুরু করে 16 তম দিনে অবস্থান করছি। জীবন
positive
গ্যাংটকে গন্ডগোল(ফেলুদা কমিক্স) লেখকঃ সত্যজিৎ রায়ছবিঃ অভিজিৎ চট্টোপধ্যায়ফেলুদার গাংটকে গন্ডগোল উপন্যাসটির একটি কমিক্স আছে যার ছবি অভিজিৎ চট্টোপধ্যায়ের। প্রথম প্রকাশ হয় জানুয়ারী ২০০৩ সালে আনন্দ পাবলিশার্স থেকে। কমিক্সে হয়ত মূল কাহিনী বজায় রেখে ঘটনার কিছু আ
positive
ভাল
positive
বনের ফুল কি ছোট হয়? আর সুগন্ধি কি মন মাতানো? বলাইচাঁদ মুখোপাধ্যায় সে গহীন বন, আর তার ছোটগল্পগুলো সুগন্ধি ফুল। ছোটগল্পের চেয়েও যেন ছোট তাঁর গল্পগুলো। শ্রেষ্ঠ তো বটেই। নিমগাছ, পাঠকের মৃত্যু, ক্যানভাসার, মানুষ এমনই গল্প। বনফুলের গল্প আপনার ভাল লাগতে বাধ্য।
positive
এইচ এস সি এর মানসম্মত বাংলা বই বাংলা এ প্লাস
positive
খুবই সাদামাটা কাহিনী কিন্তু অনেক গুছিয়ে লেখা
positive
মুমিনের শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হলো তাকওয়া বা আল্লাহ ভীতি। বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হলেও, তাকওয়া মূলত পরকালের শ্রেষ্ঠ পাথেয়। তাই সংক্ষেপে সংজ্ঞায়িত করা একপ্রকার অসম্ভব। তাকওয়ার যেমন বিভিন্ন স্তর আছে, তেমনি আখলাকে তাকওয়ার ওজনের উপর ভিত্তি করে মুত্তাকিদের পরিচয়ও
positive
এদেশের গুণী-জ্ঞানী মহলে প্রচলিত, বামপন্থী এবং উদারবাদী বুদ্ধিজীবিরাই জ্ঞানের, পাণ্ডিত্যের একক ইজারা নিয়েছেন। অন্য যারা 'অপ্রগতিশীল' কিংবা উগ্র ডানপন্থী, তারা বিশেষ পড়াশোনা জানেন বলে বিশ্বাস করা হয়না৷ তার সত্যতা অবশ্য আছে। কিন্তু এবনে গোলাম সামাদ 'দৈত্যকুল
negative
মাশাআল্লাহ খুব সুন্দর একটি বই । যাযাক আল্লাহ খায়ের । বইটি অত্যন্ত গুরুত্বপুর্ন প্রত্যেক মুসলমানের যাতে তারা শয়তানের ওয়াসওয়াসা সম্পর্কে জানতে পারে। শয়তান মানুষের চির শত্রু এবং সে মানৃুষকে জাহান্নামে নিয়েই ছাড়বে তাই শয়তানকে প্রতিহত করতে হলে অবশ্যই তার কৌশল
positive
আমি যদি সময়মতো ফিরে যেতে পারি তবে আমি কেমব্রিজের বইগুলি কিনে দিতাম
negative
বন্ধু জিবনের অনেক কিছু
positive
যারা মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে চান তাদের জন্য প্রয়োজনীয়
positive
মসনবি শরিফের মতো কিতাবের এত সাবলীল অনুবাদ ও সহজ ব্যাখ্যা আর আছে কি না জানি না। এইটা প্রায় সকলের জন্যই উপযোগী।
positive
এই বইটি আসলে কোনও সাধারণ বই নয়।আপনার যদি এটি থাকে তবে পৃথিবী আপনার হাতে রয়েছে।এই বইতে, বিপণনের কঠিন শর্তাদি একটি সহজ উপায়ে হাইলাইট করা হয়েছে।এক কথায়, বইটি আশ্চর্যজনক।
positive
শানজানা আলম আমার খুব পছন্দের একজন লেখক।সব লেখাই আমি গোগ্রাসে পড়ে ফেলি আর আমার খুব ভালো লাগে পড়তে।একজন সাধারণ মেয়ের নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সকলের ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ার অসাধারণ এক গল্প।যদিও বইয়ের প্রচারণায় ছিল,প্রাপ্তবয়স্কদের জন্য,সেরক
positive
অসাধারণ একটি বই
positive
চেষ্টা
positive
সুন্দর
positive
ঘন
positive
বইঃ তুমিও পারবে (সমস্যা সমাধানের প্রথম পাঠ)লেখকঃজাভেদ পারভেজপ্রকাশনীঃ ছায়াবীথি---------------------------- সকল বয়সী ও শ্রেনী পেশার মানুষের জন্য বোধগম্য ভাষায় বইটি লেখা। এতে সমস্যা সমাধানের জন্য বেশ কিছু পরিক্ষিত পদ্ধতি নিয়ে খুব সাবলীলভাবে আলোচনা করা হয়েছে
positive
অনেক দ্রুত পাঠিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ
positive
উইংস অফ ফায়ার রিভিউঃ আমার পছন্দের (আইডল) মানুষের তালিকায় থাকার হিসেবে কালাম স্যার আছেন ৩ নম্বরে। আর তার বায়োগ্রাফি পড়তে আমি একটু বেশি দেরী করে ফেললাম। যাই হোক, বইটি সম্পর্কে আমি কিছুই বলবো না কারণ কালাম স্যার এর লেখা নিয়ে মন্তব্য করার সাহস আমার নেই। কিন্ত
positive
এটি একটি সুন্দর বই I আমি এই বইটি পছন্দ করি
positive
সান্তা ফে শহরটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের রাজধানী।বলা হয়ে থাকে এই শহরে যত চিত্রশালা (আর্ট গ্যালারি) আছে, পৃথিবীর আর কোনো স্থানে এত অল্প জায়গায় এত বেশি চিত্রশালা নেই।শুধু তাই না, এই শহরে দেখা মেলে প্রচুর ছন্নছাড়া ভ্রাম্যমান চিত্রকরদ
neutral
বাবু ৭ বইটি অর্ডার করার পর থেকেই অপেক্ষায় ছিলাম কখন বইটি হাতে পাবো। কিন্তু বইটি যখনি হাতে পেলাম সাথে সাথে বাসায় এনে পড়তে লাগলাম। পড়ে অনেক আনন্দ পেলাম।
positive
ভাল
positive
যা বলবো তাই কম।প্রথমে অনেক দিধায় ছিলাম, এই বই নিয়ে।পড়ার পর, পুরা দিনটা ঘোরে ছিলাম।বই টি অসাধারণ, বলার বাইরে, যারা আমার মত দিধাই আছেন তারা নিশ্চিন্তে কিনে ফেলুন, আর ঘুরে আসুন এক রোমাঞ্চকর দুনিয়াই।
positive
রকমারি_রিভিউ_প্রতিযোগ_মেবইয়ের নামঃ বিগিনিংস;মূল লেখকঃ আইজ্যাক আসিমভ;অনুবাদকঃ এনায়েত রসুল;ধরন:অনুবাদ:গণিত,বিজ্ঞান ও প্রযুক্তি।আইজ্যাক আসিমভের লেখা দেখে আর দোকানীর অনুরোধে কিনে ফেললাম "বিগিনিংস"। কবি সাহিত্যিক মানুষ অনুবাদ করেছেন তাই বেশি একটা উচ্চাশা করিনি
positive
সাদাত হোসেন মানে তরুণদের হুমায়ুন আহমেদ। তাকে হুমায়ুন আহমেদ এর ছোট ভাই বললে ভুল হবে না। তার লেখা হুমায়ুন আহমেদর দাচে হয়ে থাকে। বইটা পড়ি নাই কিন্তু নিশ্চয়ই ভালো হবে।অতি তারাতাড়ি বইটা শুরু করবো।
positive
মোটামুটি অতো একটা উপকারী না
neutral
বইটি বিশেষত গবেষণা করতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বিশেষ উপকারে আসবে বলে মনে করি। এই বইয়ে গবেষণার বহু জরুরী বিষয়ের মধ্যে গবেষণায় ব্যবহৃত বিভিন্ন সফটওয়ার, ওয়েবসাইট ইত্যাদি সম্পর্কে প্রদত্ত্ব তথ্যগুলো একজন নব্য গবেষককে পথ প্রদর্শন করবে বলে আমার ধারণা।
positive
‘ইটারস অব দ্য ডেড’ বইটি জন মাইকেল ক্রাইটন এর লেখা একটি সত্য কাহিনী নির্ভর উপন্যাস । তিনি একজন আমেরিকান লেখক , চিকিৎসক , প্রযোজক , পরিচালক ও চিত্রসংলাপ রচয়িতা । তিনি মুলত সায়েন্স ফিকশন , মেডিকেল ফিকশন ও থ্রিলার রচনার জন্য বিখ্যাত । তার লেখা বই সারা পৃথিবীত
positive
হেই
negative
বইয়ের নামঃমৌষলকাললেখকঃসমরেশ মজুমদারপ্রকাশনীঃআনন্দ পাবলিশার্সমূল্যঃ৫৪০টাকা মৌষলকাল প্রকাশিত হয় ২০১৩ সালে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিনের সিপিএমকে সরিয়ে ক্ষমতায় আসার প্রেক্ষিতে লেখক এই বইটি লেখেন। যদিও তাঁর নাম নেই বইতে কোথাও,
positive
এটি বাংলাদেশে একটি বিপ্লবী সিরিজ।কিছু সময় আমি মনে করি এটি চিত্রায়িত করা উচিত।এই মাস্টারপিসের স্রষ্টার জন্য শুভেচ্ছা।
positive
চরম ফাল্তু একটা বই।
negative
লেখিকার জন্য শুভকামনা।
positive
আলহামদুলিল্লাহ ...... ভাল বই।
neutral
বাচ্চাদের জন্য ভাল ❤
positive
ওঙ্ক সুন্দোরজাফর ইকবালের অন্যতম সেরা বিজ্ঞান কল্পকাহিনী
positive
বিস্ময়কর বই।
positive
বিজ্ঞানীদের কাণ্ডকারখানা সিরিজ এর ফার্স্ট বই এর তুলনায় যদিও তেমন বেটার না বুট তবু অসাধারণ লিখেছেন
positive
‘সাত রঙে আঁকা’ বইটি লেখক সৈয়দ নাজমুল আবদাল এর লেখা একটি শিশু কিশোর বই । আমাদের দেশের সাহিত্য তার নিজের গতিতে এগিয়ে যাচ্ছে । সাহিত্য এগিয়ে যাচ্ছে , যেদিকে লেখকেরা ও সাহিত্যিকেরা এগিয়ে নিয়ে যাচ্ছে । তবে দুঃখের বিষয় যে কিশোর সাহিত্য এর তেমন কোন অগ্রগতি নেই আ
positive
Xosss
positive
বইয়ের নাম - “ভাল্লাগে না”লেখক – আয়মান সাদিক এবং অন্তিক মাহমুদপৃষ্ঠা সংখ্যা – ১৬৬ পৃষ্ঠাপ্রকাশনী - আদর্শভাল্লাগে না‘‘ভাল্লাগে না’’ কথাটি আমরা কোন না কোন সময় বলেছি বা বলি। কিন্তু এই প্রজন্মের সবচেয়ে বহুল প্রচলিত কথাটি হলো “ভাল্লাগে না” 😔যা আমার একান্ত মন্তব
positive
ভালো সিলো
positive